নিজস্ব প্রতিবেদক
৯৮ বোতল ফেনসিডিলসহ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ২,৯৪,০০০/- (দুই লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্যমানের ৯৮ (আটানব্বই) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসা.শিউলি খাতুন (৩৩), স্বামী-মো. মিন্টু আলী সাং-রামকৃষ্ণপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।