​উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের পীর ছৈয়্যদ নোমান আল হাসানী (রহ:) এর ওফাত দিবস পালিত

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১১:৩৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৫ ১২:০৮:১৬ পূর্বাহ্ন



বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকত বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলী (রাহ:) এর প্রতিষ্ঠিত দরবার "উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার" শরীফের পীর মরহুম পীর ছৈয়্যদ নোমান আল হাসানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষে দরবার শরীফ কমপ্লেক্সে দোয়া,মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী মা: জি: আ: এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী ও শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, বিশিষ্ট লেখক , সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ নূরে আলম খাঁন নাঈম, প্রভাষক মাওঃ মোঃ আল ইমরান,মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন সহ আঞ্জুমানে জমিয়তে আহলুস সুন্নাহ ওলামা কমিটির নেতৃবৃন্দ। এতে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন, উক্ত দরবার শরীফের বড় জামাতা হযরত এম এম ইসলাম আল কাদরী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]