ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ প্রজেক্টর ও সাউন্ডবক্স চুরি

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১১:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৫ ১২:২০:১৯ পূর্বাহ্ন
 

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬৮নং পূর্ব ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স বেলঘন্টা চুরি হয়েছে।

 

শুক্রবার (৩১ জানুয়ারী) বিষয়টি জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন। তিনি বলেন, চোরের দলেরা চারটি আলমরীর তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে। চুরির ঘটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ও কাঁঠালিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষের সামনের তালার কয়রা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। সেখান থেকে একটি  ল্যাপটপ, দুইটি প্রজেক্টর, সাউন্ডবক্স, একটি ব্লেজার বেলঘন্টা চুরি করে নিয়ে যায় চোরেরা।শুক্রবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশ ও উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছে। 

 

এবিষয়ে কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নেবো।

 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, বিষয়টি প্রধান শিক্ষক জানালে  বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]