ঝালকাঠিতে অবৈধ ইট ভাটায় অভিযান তিন লক্ষ টাকা জরিমানা

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১১:১০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১১:১০:৪০ অপরাহ্ন

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় একটি অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা একইসঙ্গে ভাটাটির ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও কাঁচা ইট বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মগর ইউনিয়ে মুন ব্রিকস নামের ড্রাম চিমনির অবৈধ ইট ভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটাতে অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার ও ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারায় তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালক নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোন সুযোগ নেই। এ ধরনের অভিযান চলমান থাকবে।




 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]