কবি অনার্য অধীরের "সাবাস মাধবী সাবাস" কাব্যগ্রন্থে প্রকাশনা ও মোড়ক উন্মোচন।

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১০:৫০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১০:৫০:১০ অপরাহ্ন



মোঃ আল-মুকিদ (মাহি) স্টাফ রিপোর্টার। 

২৯ জানুয়ারি ২০২৫ বিকেল ৪ টায় ম্যাপ লেখনী প্রকাশনা সংস্থার উদ্যোগ বনশ্রী কার্যালয়ে কবি অনার্য অধীরের "সাবাস মাধবী সাবাস" কাব্য গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান-
২০২৫ অনুষ্ঠিত হয়। কাব্যগ্রন্থে কবি কবিতায় একজন রূপবতী প্রেমময় দেশপ্রেমিক নারীর ছবি প্রতিকায়ন করেছেন। যে নারী তার যৌবন দিয়ে শুধু পুরুষকেই নয়, দেশকেও সাজাতে চায়। 

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী সাবেক সিনিয়র তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেনে ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কবি ড. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে বিশ্ব নাগরিক সমিতি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রীতি সারময়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল, কবি কামাল বারি প্রমুখ জন আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ম্যাপ লেখনী প্রকাশনীর প্রকাশক ও কবি প্রসপরিনা সরকার। 

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী প্রদীপ মহন্ত, স্নিগ্ধা দক্ত ও অন্যান্য জন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রসপরিনা সরকার ম্যাপ লেখনীর প্রকাশক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতঙ্গতা প্রকাশ করেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]