শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৯:০১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৫ ০১:৩৭:২২ পূর্বাহ্ন
 
 
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০) জানুয়ারি সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
 
অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার বেলুন উড্ডয়ন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তী পুলিশ কমিশনার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 
তিনি বলেন, "ক্রীড়া শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
 
শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানান তিনি। 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]