সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে জাবিনে এসে ফের সাংবাদিক হত্যার নয়া মিশনে মাঠে মোর্শেদ - নান্নু,

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০২:৫৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০২:৫৯:৩০ অপরাহ্ন



নিজেস্ব প্রতিবেদক, সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে সম্প্রতি জাবিনে বের হয়ে ফের সাংবাদিক সোহেব জুয়েলকে হত্যার মিশনে নয়া কৌশল অবলম্বনে মাঠে নামছেন সন্ত্রাসী অস্ত্রধারী মোর্শেদ ও সহোযোগি নান্নু। তারা জুয়েলকে হত্যা করে লাষ গুম করতে  বিভিন্ন এলাকার  ভারাটিয়া সন্ত্রাসী ও কিলারদের সাথে দেনদরবারের কন্টাক করতে দৌড়ঝাপ চালাচ্ছেন বলে বিভিন্ন সুত্রে জানিয়েছেন। সাংবাদিক জুয়েল গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক হিসাবে নিয়োজিত থেকে দীর্ঘদিন ধরে একাধিক পত্রিকায় সাহসিকতার সাথে কাজ করে আসছেন। 

তিনি (জুয়েল)  গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার পুত্র। এবং জিয়া স্মৃতি সংসদের  বরিশাল জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে অন্তভুক্ত আছেন ।

 ২০২২ ইং সালের ২৭ মার্চ স্বৈরাচারী সরকারের আমলে বাবুগঞ্জের  জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরে দিবালোকে  সন্ত্রাসী মোর্শেদ ও নান্নুর সহ একাধিক অজ্ঞাত নামা সন্ত্রাসীদের  হামলার স্বীকার হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি থেকেও এক পর্যায় তাদের ক্ষমতার দাপটে হাসপাতাল থেকে পালিয়ে আসতে হয়েছেে সাংবাদিক জুয়েলকে। 

সন্ত্রাসী মোর্শেদ বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র ও নান্নু একই গ্রামের মৃত আলী আজিম খানের পুত্র। মোর্শেদ ও নান্নু নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির নেতা হিসাবে তৎকালীন সময় নানান  অপরাধের সাথে জড়িত ছিলেন বলে,

একাধিক সুত্রে জানা গেছে। বিভিন্ন অপরাধের অভিযোগের সত্ততায় তৎকালীন সময়ের জাহাঙ্গীর নগর ইউনিয়নের  ইউপি চেয়ারম্যান মোঃ খলিল শরিফ তাকে ধরে এনে ( মোর্শেদের) পায়ের গোড়ালিতে পিটিয়ে পঙ্গু করে দেয় তাতেও তার অপরাধ থেমে থাকেনি।

 তারিধারাবাহিকতায় ২০১২ ইং সালে জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রাম থেকে আগ্নেয় অস্ত্র  পিস্তল সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন বরিশাল র্্যাব -৮।  যাহার বাবুগঞ্জ থানার  জিআর মামলা নং, - ৬০ /১২।  দীর্ঘ দিন কারা ভোগ করেও জেল থকে বের হয়ে একই কাজ করে বেড়াতেন তারা।

 সরকার পতনের পর গত ২৫ নভেম্বর ২০২৪ ইং সাংবাদিক জুয়েল  হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী মোর্শদ ও নান্নু সহ অজ্ঞাত নামা একাধিককে তার হত্যা চেষ্টার বিচারের দাবিতে  বরিশাল জেলা পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জুয়েল। 
 যার জিআর মাল নং - ০৮ । এ ছারাও তাদের বিরুদ্ধে চেক ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মুলক একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়, ফলে আসামী নান্নু ও মোর্শেদ দীর্ঘ সময় পালিয়ে থেকে অবশেষে  সন্ত্রাসী নান্নু  ও মোর্শেদ আদালতে জাবিন নিতে গেলে নান্নুর  জাবিন মঞ্জুর করেন ও সন্ত্রাসী মোর্শেদের জাবিন না মঞ্জুর করে  জেল হাজতে প্রেরন করেছেন বিজ্ঞ আদালত । পরর্বতিতে সন্ত্রাসী মোর্শেদ ও নান্নু জাবিনে এসে ফের সাংবাদিক সোহেব জুয়েলকে  হত্যা করে লাষ গুম করতে বিভিন্ন মহলে  কন্টাক করতে দৌড়ঝাপ চালাচ্ছেন  বলে একাধিক সুত্রে জানিয়েছেন।

 তাই সাংবাদিক জুয়েল তার জীবন রক্ষার্থে  সন্ত্রাসী মোর্শেদ ও  নান্নু সহ জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]