ট্রেন চলাচল বন্ধ, পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষতি দুই কোটি ১৬ লাখ টাকা

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০১:৪৫:১৭ পূর্বাহ্ন



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মাইলেজ জটিলতা নিয়ে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ৩০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের সব ট্রেনের যাত্রা বাতিল হয়। শুধু যাত্রা বাতিল নয়-ফেরত দিতে হয়েছে বিক্রি হওয়ার বিভিন্ন ট্রেনের টিকিটের টাকাও। এতে করে পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্ষতি হয়েছে দুই কোটি ১৫ লাখ ৭৪ হাজার।

জানা গেছে, রানিং স্টাফদের দাবি আদায়ে কর্মবিরতিতে যাওয়ায় ৩০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময়ে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কর্মবিরতি প্রত্যাহার করলে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রাজশাহীর কোনো ট্রেন ছাড়া হয়নি। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। ট্রেন চলাচল বন্ধ নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বিক্ষুদ্ধ যাত্রীরা স্টেশনে যাত্রীদের বসা আসন ভাঙচুর করে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মূলহোতা সুমন আহমেদ (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সুমন আহমেদ চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। 

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন আহমেদকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে। হামলাও ভাঙচুরের ঘটনায় রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, পুরো পশ্চিমাঞ্চলে ২৮ জানুয়ারি সারাদিন ট্রেন চলেনি। এতে পশ্চিমাঞ্চলে সবমিলে দুই কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]