ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ০৩জন ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০১:৪৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০১:৪৫:১৩ পূর্বাহ্ন
 
 নিজস্ব প্রতিবেদক
 
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ০৩ জন ছিনতাইকারীকে  চাপাতি ও চাকুসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের  গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 
 
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী ১) মোঃ ইসলাম সাইদুল (২৩), ২) মোঃ সাগর (২৪) ও ৩) মোঃ ইমাম হোসেন (২১)। উক্ত গ্রেপ্তারকৃতদের অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে দেশীয় অস্ত্র ০১টি চাপাতি ও ০২টি চাকুসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
 
অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ইং তারিখে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র‌্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকা হতে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে ছিনতাইকারীদের দখল হতে দেশীয় অস্ত্র ০১টি চাপাতি ও ০২টি চাকু উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র‌্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]