গাড়ির সিট কাভারের নিচে লুকিয়ে পাচারকালে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০১:১৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০১:১৪:৪৪ পূর্বাহ্ন


 নিজস্ব প্রতিবেদক
 
গাড়ির সিট কাভারের নিচে লুকিয়ে পাচারকালে ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‍্যাব-৪।
 
গত ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকার সময় র‍্যাব-১, উত্তরা, ঢাকা এবং র‍্যাব-৪, সাভার ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে যে, গাঁজার একটি বড় চালান উত্তরা হয়ে সাভারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ডিএমপি, ঢাকার তুরাগ থানাধীন  আব্দুল্লাহপুর টু দৌড় ব্রিজগামী রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে গত ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় আসামী ১। হান্নান (৪২) ও ২। মোঃ সবুজ মিয়া (২৫)দ্বয়’কে গ্রেফতার করে তাদের দখল হতে সর্বমোট ৩০(ত্রিশ) কেজি ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, গাঁজাবাহী ০১(এক)টি NOAH মাইক্রো, ০২ (দুই) টি স্মার্ট মোবাইল ফোন, ০১ (এক)টি বাটন মোবাইল ফোন, ০৩ (তিন) টি সিম কার্ড  এবং নগদ ৫০০/-(পাঁচশত) টাকা’সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
 
সাক্ষীদের উপস্থিতিতে বর্ণিত জব্দকৃত গাঁজাসহ ধৃত আসামীদ্বয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য বহন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১৯(গ)/৩৮ ধারার অপরাধ করেছে। ধৃত আসামীদ্বয়’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকা তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]