রানীশংকৈলে টিসিবি, র চাল নিয়ে চালবাজি

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৮:৪১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৮:৪১:৩৫ অপরাহ্ন



রুহুল আমিন:- ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে বিএনপির কর্মীরা প্রভাব খাটিয়ে টিসিবির পণ্য নিয়ে চলছে চালবাজি।

গত ২৯ জানুয়ারি (বুধবার) রানীশংকৈল পৌরসভা কর্তক টিসিবির পন্য বিতরন করা হয়। পন্য বিতরন করা হয় পৌর শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়েটিং রুমে। বিদ্যালয়ে ক্লাস চালূ থাকায় প্রধান শিক্ষক ওয়েটিং রুমে পন্য বিতরনের অনুমতি দেন। পন্য বিতরন শুরু হয় একটু দেরীতে।আনুমানিক ১১.৩০ মিনিটের সময়। পৌরসভা কর্তৃক স্লিপ বিতরনের মাধ্যমে মালামাল দেওয়া হয়। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি হিসাবে ১৫০ টাকা ও ৬০ টাকা কেজি দরে মুশারি ডাল জন প্রতি ২ কেজি হিসাবে ১২০ টাকা। সসর্বমোট ২৭০ টাকায় প্রতিজনকে প্যাকেজ দেওয়া হয়। পৌরসভা কর্তপক্ষ স্লিপ বিতরনে পৌরসভার বিএনপি, র নেতাকর্মীদের ও স্লিপ দেওয়া হয়। তবুও জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আকতারুল ইসলামের নেতৃত্বে টিসিবি ডিলারের কাছ থেকে ৫০ কেজির (প্রতি বস্তা) ৩০ বস্তা চাল ও ১ বস্তা মুশারির ডাল (ন্যায্য মুল্যে) নিয়ে গেছে। যদিও ডিলার কতৃপক্ষ শুধুমাত্র পৌর যুবদলের সদস্য সচিব আকতারুল ইসলামকে দায়ী করছেন। ডিলার কতৃপক্ষ আক্ষেপ করে বলেন আমাদের করার কিছু নাই।

এ বিষয়ে আকতারুলের সাথে মূঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি কোন কিছুই নেয়নি এ বিষয়ে কিছুই জানিনা। তাঁর এমন কাজের কথা আরেক বিএনপি, র কর্মীর সাথে কথা হলে তিনি জানান, মমিন ও তাজেলসহ অন্যন্যরা মিলে নিয়ে গেছে। আর মুশারির ডাল বিষয়ে জিয়ার সাথে কথা হলে,

তিনি বলেন, সবাই বস্তা বস্তা চাল নিয়ে গেল আর আমি ১ বস্তা মুশারি ডাল নিতে পারব না। তাদের এমন কর্মকান্ড দেখে উপস্তিত লোকজন বলেন, তাদের এমনটা করা ঠিক হয় নি।কারন মালামালগুলো মূলত গরীব মানুষদের হক। আর বিএনপি, তো ক্ষমতায় আসে নাই তাদের এতো প্রভাব খাটানো ঠিক না।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]