​পরিবহন মালিকদের ১১ দফা, না মানলে ৪৮ ঘণ্টা গাড়ি বন্ধের হুঁশিয়ারি

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৭:২২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৭:২২:২৯ অপরাহ্ন



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন ১১ দফা দাবিতে আগামী  ১০ ফেব্রুয়ারি থেকে ৪৮ ঘণ্টা গাড়ি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের নেতারা এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। তিনি বলেন,আমরা সংগঠনের প্রতিনিধিরা সভায় মিলিত হয়ে কিছু সমস্যা চিহ্নিত করে ১১ দফা দাবি বিভিন্ন সময় তুলে ধরেছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি। এক কথায় আমরা আজ অসহায় ও দিশেহারা। বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া না হলে পণ্য পরিবহন সেক্টর অচিরেই ধ্বংসের পথে যাবে। আমাদের ১১ দফা দাবির সমস্যাগুলো আগামী ০৯ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করতে হবে। যদি সমাধান করা না হয়, তবে ১০ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ‘লক আউট’ কর্মসূচির মাধ্যমে গাড়ি বন্ধের কর্মসূচি পালন করা হবে। সড়ক-মহাসড়কে ভারী যান, প্রাইম মুভার, ফ্লাটবেড, লোবেড ও সেমি লোবেড চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল বলেন, ‘দেশের সড়ক-মহাসড়ক সেতু রক্ষার জন্য ২০১১ সালে সরকার এক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করে। ২০১৫ সালে তার পুরোপুরি বাস্তবায়ন করতে গিয়ে গত ফ্যাসিস্ট সরকারের কিছু অসাধু ব্যক্তি জরিমানার নামে চাঁদাবাজি শুরু করে দেয়। তারই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে বিভিন্ন সমস্যার ৭ দফা দাবিতে টানা ৫ দিন প্রাইম মুভার ট্রেইলারের কর্মবিরতি পালিত হয়। সে সময় সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে লোবেড, সেমি লোবেড, প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেড গাড়ির অতিরিক্ত চাকা সংযোজন করে সেতু, সড়ক-মহাসড়ক রক্ষার পরিকল্পনাসহ প্রাইম মুভার ও ট্রেইলারকে একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে আইন সংশোধন ও নীতিমালা প্রণয়ন হয়। আবু ছালেহ জুয়েল আরও বলেন, ‘নতুন প্রাইম মুভার ও ট্রেইলার নিবন্ধনের সময় নতুন আইন কার্যকর করা হলে ও আগের প্রায় ৫ হাজারের অধিক প্রাইম মুভার সংশোধিত রেজিস্ট্রেশন আইনের আওতায় আসেনি। ফলে সরকারের পটপরিবর্তনের পর সারা দেশে অতিরিক্ত চাকা সংযোজন ও ফ্লাটবেড নামে পুলিশি মামলা অসহনীয় হয়ে ওঠে। এরকম আমাদের ১১টি সমস্যার বিষয় আমরা বিভিন্ন সময় তুলে ধরলেও সরকার কোনো দৃষ্টি দেয়নি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]