​এস আর ওয়াই ইটভাটার মালিক গ্রাহকদের টাকা নিয়ে পলাতক

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪১:২৮ অপরাহ্ন




মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, 

মানিকগঞ্জ সদর উপজেলার, মিতরা এলাকার অবস্থীত, এস আর ওয়াই ইটভাটার মালিক সারোয়ার হোসেন, অগ্রিম ইট বিক্রির কথা বলে গ্রাহকের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। 

সংবাদসূত্রে জানা যায়, গত ২৩ বছর যাবত মিতরা বাসস্ট্যান্ড এলাকায় ইটের ব্যবসা করে আসছেন সারোয়ার হোসেন। 
ইটের মৌসুম শুরু হওয়ার আগে প্রতিবছর স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে অগ্রিম ইট বিক্রি বাবদ টাকা নিয়ে থাকেন।
 এরই ধারাবাহিকতায় গত মৌসুমে দুই শতাধিক লোকের নিকট থেকে অগ্রিম ইট বিক্রি বাবদ প্রায় আট কোটি টাকা নিয়েছেন। 

চুক্তি অনুযায়ী লোকজন ভাটায় ইট আনতে গেলে আজ কাল করতে করতে কোন ইট না দিয়ে একপর্যায়ে তিনি প্রবাসে পাড়ি জমান।  

মিতরা গ্রামের মোঃ আজিজুল হক জানান, অগ্রিম ইট বিক্রির কথা বলে ২০২২ সালে তার কাছ থেকে সারোয়ার হোসেন পাঁচ লক্ষ টাকা নিয়েছেন। 
ঐ বছর ইট না দিয়ে লাভসহ ছয় লাখ টাকা পরবর্তী বছর দেওয়ার কথা বলে। কিন্তু নতুন বছর শুরু হলেও ইটভাটা চালু করেনি।

একি গ্রামের ব্যবসায়ি আওলাদ হোসেন জানান, তার কাছ থেকে ব্যবসার লোভ দেখিয়ে সারোয়ার হোসেন ৮ লক্ষ টাকা নিয়েছে। এখন পর্যন্ত লাভও দেয়নি এবং আসল টাকাও দেয়নি।

বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠান রেখে সৌদি আরব পালিয়ে গেছে বলে জানান।

পালড়া বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মোহাম্মদ বিল্টু মিয়া জানান, ব্যবসার কথা বলে সারোয়ার হোসেন তার পরিবারের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা নিয়েছে। বর্তমানে সে ইটভাটা বন্ধ করে বিদেশে পাড়ি জমিয়েছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]