ভালুকায় নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা চাপা দিতে বাদিকে হুমকির অভিযোগ

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৫:১৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৫:১৭:০৬ অপরাহ্ন

 


ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা ধামা চাপা দিতে বাদীকে বিবাদীর পরিবার কর্তৃক হুমকির অভিযোগ উঠেছে।

জানা যায়, পাগলা থানার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী রবিলালের মেয়ে সন্ধ্যা রানী তার মা ফুলমতি রানী ও বোন সুবর্না রানীকে নিয়ে ভালুকা উপজেলার ছোট কাশর গ্রামের জরিনা বেগমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকুরি করছেন। সন্ধ্যা রানীর ছোট বোন সুবর্না রানী (১৪) ছোট কাশর মিজান মাস্টার স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

ঘটনার দিন ১৭ জানুয়ারী সন্ধ্যা রানী ও তার মা বাজারে ও কর্মস্থলে অবস্থান করার সময় সুবর্না রানী পানির জন্য বেসিনে গেলে বাসার মালিকের ছেলে মো. জাকির তাকে পিছন থেকে জাপটে ধরে। পরে মো. মনিরের সহযোগিতায় সুবর্ণা রানীকে জোরপূর্বক জাকিরের ঘরে ঢুকিয়ে বস্ত্র হনন করে ধর্ষন করে।

এ সময় সন্ধ্যা রানী বাসায় ফিরে জাকিরের ঘর থেকে সুবর্না রানীর চিৎকার চেচামেচি শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দরজায় শব্দ করে দরজা খুলতে বললে জাকির রুমের সিলিং বেয়ে তার মায়ের ঘরে চলে যায়। পরে সন্ধ্যা রানী সুবর্না রানীকে উদ্ধার করে তার মায়ের ঘরে নিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে এবং তার মা ফুলমতি রানী বাসায় ফিরলে তাকে জানায়। পরে আশপাশের লোকজনকে অবগত করলে জাকিরের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে।

এ ঘটনা কাওকে না জানানোর জন্য জাকিরের পরিবার হুমকি অব্যাহত রেখেছে। পরে এ ঘটনায় সন্ধ্যা রানী বাদী হয়ে কাশর গ্রামের মৃত. বিল্লাল হোসেনের ছেলে মো. জাকির (২২) ও জালাল উদ্দিনের ছেলে মো. মনির (৩২) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]