চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:৪৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:৪৯:১২ অপরাহ্ন






এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
 
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা জরিমানা ও গাড়ি আটকানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। তাদের এ কর্মসূচির ফলে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে টাইগারপাস মোড় পযর্ন্ত আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা থেকে আন্দোলন শুরু করেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে শত শত চালক। দুপুর আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

সরেজমিনে দেখা গেছে, নগরের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদের বাদামতল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তারা দাবি করেন, বিভিন্ন অজুহাতে জরিমানা আদায় ও অটোরিকশা আটকানো বন্ধ করতে হবে। এর ফলে টাইগারপাস, বারেক বিল্ডিংসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]