রাজস্হলীতে উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:৪৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:৪৫:০৭ অপরাহ্ন





মোঃ আইয়ুব চৌধুরী 
রাজস্হলী 


মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে দেশের ইতিহাসে একটি নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কৃষি ও কৃষকবান্ধব জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। জিয়ার গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি কীভাবে দেশের কৃষি উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।


৩০জানুয়ারী বৃহস্পতিবার সকালে রাজস্হলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বিমাছড়া এলাকায় উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কালাকুমার তংচংগ্যার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশু সাহার, প্রধান অথিতি ছিলেন মাষ্টার খলিলুর রহমান শেখ, এসময় অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জেলা কৃষকদলের সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি অখ্যাই তংচংগ্যা, সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।

প্রধান অথিতি বলেন, জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির হচ্ছে খাল খনন কর্মসূচি। শুধুই খাল খনন মনে করা হলেও এই কর্মসূচির বহুমুখী উদ্দেশ্য ছিল-কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা ইত্যাদি। এমটাই বলেছেন রাজস্হলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]