​ছাত্রলীগের নতুন কর্মসূচির প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১০:২২:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১০:২২:০৭ পূর্বাহ্ন



বিশেষ প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নতুন কর্মসূচির খবরে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮ টায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নির্দেশে তাৎক্ষণিক এ মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়।

জানা যায়, বুধবার বিকেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে ১-৫ ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি সড়ক, রেল, জল, বিমান, বন্দরে অবরোধ, ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করে পিরোজপুর জেলা ছাত্রদল।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার জানান, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে। এর প্রতিবাদে রাজপথে ছাত্রদল অগ্রণী ভুমিকা পালন করছে। আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য জেলা ছাত্রদলের সকল নেতাকর্মী সবসময় সজাগ দৃষ্টি রাখছে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শওকত ফকির, সহ-সাধারণ সম্পাদক তানভীর ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক শাহরিয়ার আহমেদ শিশির, পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হাওলাদার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]