কাউখালীতে ৪ জেলেকে ৩০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:৩৪:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:৩৪:১২ পূর্বাহ্ন

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
২৯ জানুয়ারি বুধবার উপজেলার সন্ধ্যা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে অবৈধ জটকা, রেনু পোনা ও নিষিদ্ধ নেট জাল মাছ ধরার একটি ট্রলার সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন।

পার্শ্ববর্তী পিরোজপুর উপজেলার কুমিরমারা গ্রামের বাদশা হাওলাদারের ছেলে আব্দুর রহিম (৩০)একই এলাকার মকবুল শেখের ছেলে হবি শেখ ( ৫০) একই গ্রামের মজিবর শেখের পুত্র মহিদুল শেখ (২১) অপরজন হলেন একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব ফকির (২১) এছাড়াও অন্য তিনজন শিশু জেলেকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতের নিষিদ্ধ মাছ ধরার কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]