​চেয়ারম্যান সনদ জন্ম নিবন্ধন ও স্হায়ী সনদ পেতে গলাকাটা টাকা নিচ্ছে রাজস্হলীতে

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:০৮:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:০৮:৪৪ পূর্বাহ্ন


 
মোঃ আইয়ুব চৌধুরী রাজস্হলী 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গলহালিয়া ইউনিয়ন সহ তিনটি ইউনিয়নে কিউ আর যুক্ত- জন্ম নিবন্ধন ও চেয়ারম্যান সনদ পেতে জন দূর্ভোগ দেখা যায়। 
জৈনিক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধান করে দেখা যায় চেয়ারম্যান সনদ জন্ম নিবন্ধন এর জন্য সরকার কর্তৃক নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা   নিচ্ছে কর্তৃপক্ষ এবং হেডম্যান কর্তৃক ও ভোগান্তিতে জনগন।
প্রসংগত, বাজারের কম্পিউটার দোকান গুলোতেও সুযোগে সদব্যবহার করছে দোকানীরা। 

২৯জানুয়ারি দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রতিবেদক সরজমিনে এঅনুসন্ধান করে জৈনিক ব্যক্তির জন হয়রানির  অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

এই বিষয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার সাথে কথা হলে তিনি জানান,
আমরা সরকার কর্তৃক ধার্যকৃত নিয়ম অনুযায়ী টাকা নিচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। 

হেডম্যান প্রতিনিধির সাথে কথা বললে তিনি ঐ বিষয়গুলো অস্বীকার করে বলেন, মানুষ অহেতুক বিভ্রান্তি চড়াচ্ছে হেডম্যান কারযলয়ের।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রকে অবগত করলে তিনি সাংবাদিকদের বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি যাতে জনগণের কোনধরনের ভোগান্তি না হয়। আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে জোরালোভাবে আলোচনা করেছি যেনো কেউ তাদের নিয়ম না ভাঙেন। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও রাজস্থলীতে ৯ জন হেডম্যান রয়েছেন তাদের সাথেও আমরা এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]