রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১০:১২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১০:১২:৩৩ অপরাহ্ন

 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
"ফলাবো ফসল গড়বো দেশ গনতন্ত্রের বাংলাদেশ " বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী ২০২৫ ইং তারিখে হাটপাঙ্গাসী লায়লা মিজান স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাটপাঙ্গাসী ইউনিয়ন এর সকল স্তরের কৃষকদের নিয়ে  এক মিলন মেলায় পরিনত হয়।

এসময় উপস্থিত কৃষক দল ও বিএনপির অঙ্গ সংগঠন এর বিভিন্ন  নেতারা বলেন, দেশের উন্নয়নে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করে কৃষি উন্নয়ন মুলক কর্মকান্ডকে আরও এগিয়ে নিতে হবে  এবং কৃষকরা যেনো তাদের উৎপাদনকৃত পন্যসামগ্রির ন্যায্য মূল্য পেয়ে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে পারে  সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ  কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এবং উপস্থিত নেতারা হাটপাঙ্গাসী ইউনিয়ন কৃষক দলের এতো সুন্দর পরিবেশ একটি কৃষক সমাবেশের আয়োজন করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ঠান্ডু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক, মজিবুর রহমান মল্লিক, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি  শামসুল আলম খোকন, খলিলুর রহমান সভাপতি ইউনিয়ন কৃষক দল, সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মুনসুর হেলান। ৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি শুকুর মাহমুদ, বিএনপি নেতা সুলতান মাহমুদ, আলমগীর হোসেন, গোলাম মস্তফা সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঙ্গাসী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খলিলুর রহমান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]