ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মাঠে পালিত হচ্ছে ইংলিশ সপ্তাহ-২০২৫।

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন



আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

"আসুন, দেশ পরিবর্তন করুন, বিশ্ব পরিবর্তন করুন "এই শ্লোগানকে সামনে রেখে, যুব উৎসব  ২০২৫ উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভার প্রানকেন্দ্রে ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মাঠে পালিত হচ্ছে ইংলিশ সপ্তাহ-২০২৫। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠান চলবে আগামী (২ফেব্রুয়ারি) রবিবার পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বি.এম.হেমায়েত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। 

ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে ব্যতিক্রম এ অনুষ্ঠানে অভিনব কায়দায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ছোট ছোট গ্রুপে বিভক্ত করে উন্মুক্ত কনভার্সেশনের আয়োজন করা হয়। এতে করে শিক্ষার্থীদের মানবিক বিকাশ ঘটাবে পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে মন্তব্য শিক্ষক ও  অভিভাবকদের।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জান,প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান।
ইংরেজি শিক্ষক সমতল গাইনের সঞ্চালনায় সিনিয়র শিক্ষক আনোয়ার হোসের এর সার্বিক পরিচালনায় আরো উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের  শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]