ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড স্কুল অব টোটাল এডুকেশনের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। 

স্ট্যান্ডার্ড স্কুল অব টোটাল এডুকেশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ- প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন৷ 

স্ট্যান্ডার্ড স্কুল অব টোটাল এডুকেশনের সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম সানি, মূমতাহেনা বেগম তিথী, শাহ আলম পালোয়ান ও তাহমিনা আক্তার তামান্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার- মো. জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, সুহিলপুর আলহাজ্ব হারুন আল রশিদ ডিগ্রি কলেজের সিনিয়র লেকচারার ইসরাত জাহান প্রমূহ।

আলোচনা সভা শেষে অতিথিগন ২০২৪ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় এই বিদ্যালয়ের ১ম-১০ম শ্রেণিতের মেধাতালিকায় উত্তির্ন ৩৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]