র‌্যাব এর যৌথ অভিযানে পঞ্চগড় জেলার বোদা থানার চাঞ্চল্যকর ক্লুলেস ভিকটিম মোঃ সফিকুল ইসলাম (৫২), হত্যা মামলার আসামী গ্রেফতার।

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:২৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১২:২৭:৩৯ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য যে, গত ইং ০২/১০/২০২৪ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ সফিকুল ইসলাম (৫২) কে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া তাহার আত্মীয়-স্বজন ভিকটিমকে অনেক খোজাখুজি করিতে থাকে। এক পর্যায়ে ইং ০৪/১০/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৮০০ ঘটিকার সময় লোকজনের মাধ্যমে জানতে পারে যে, বোদা থানাধীন ৬নং মাড়েয়া বামনহাট ইউপিস্থ সাওতালপাড়া ঘাটের আনুমানিক ২০০ গজ দক্ষিণে করতোয়া নদীর পানিতে একটি লাশ ভেসে আছে। বাদী ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের গলায় শাড়ি কাপড়ের পাড়ি দিয়ে তৈরি করা রশি পেচানো অবস্থায় তাহার বাবার লাশ (ভিকটিম) কে সনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের সন্তান বাদী হয়ে পঞ্চগড় জেলার বোদা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ২৮/০১/২০২৫ তারিখ ১৮৩০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ রংপুর এবং সিপিসি-৩, টাঙ্গাইল র‌্যাব-১৪, ময়মনসিংহ র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন করোটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার বোদা থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ রমিজ (৩০), পিতা-মোঃ হোসেন আলী ফকির, স্থায়ী সাং-সামেরডাঙ্গা, বর্তমান সাং-দইখাতা (গোয়ালপাড়া), থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে গ্রেফতার করতে সক্ষম হয় । জিজ্ঞাসাবাদে ধৃত আসামী  মোঃ রমিজ (৩০) উক্ত হত্যা মামলার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তী কার্যক্রমের জন্য  ধৃত আসামীকে পঞ্চগড় জেলার বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।





সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]