জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ- মানবিক সাহায্যের আবেদন!!

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:২৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১২:২৯:৪৪ পূর্বাহ্ন


মোঃ মেহেদী হাসান সরকার 
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি: 


মৃত্যু যেন কড়া নাড়ছে সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান মুরাদের দরজায়.!!

বিরল রোগ GBS (Guillain -Barre Syndrome ) এ আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন তিনি।

সময় যত গড়াচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার এই মেধাবী শিক্ষার্থীর শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন ২ লক্ষ্য ৮০ হাজার টাকা লাগছে! এই অবস্থায় চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মেহেদী হাসান মুরাদের পরিবার।

তারা বলছেন, বিত্তবানরা সাহায্যের হাত না বাড়ালে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেলে মেহেদী হাসান মুরাদ হেরে যেতে পারেন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে। নিভে যেতে পারে এই কলেজ শিক্ষার্থীর জীবন প্রদীপ।

মেহেদী হাসান মুরাদের বন্ধুরা জানান, তার পরিবার গহনা - ছাগল ইত্যাদি বিক্রি করে এখন আর অবশিষ্ট কিছু নেই- আমরা বন্ধুরা বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করে যতটুকু পারছি চেষ্টা করছি।

আপনার সবাই সাহায্যর হাত বাড়িয়ে দিলে আমাদের বন্ধু আমাদের মাঝে ফিরে আসবে।

আপনাদের সাধ্যমতো সাহায্যের জন্য আবেদন - #বিকাশ #নগদ #পারশনাল 

#মাহিন :01312730506(বিকাশ)
01721100399(নগদ)

#সামি: 01816986706 (বিকাশ / নগদ পারশনাল)

#সোহেল : 01404539858 (বিকাশ/ নগদ /  উপায়)

 #সাব্বির : 01714010353(বিকাশ / নগদ / পারশনাল)
017140103534 (রকেট)

#Sonali bank: 4609401011867 (Sabbir)
Dutch bangla bank: 1351050285794(Sabbir)
#বিশেষ দ্রষ্টব্য: ফোন দিয়ে কথা বলে অর্থ পাঠাবেন.!! লিমিট সংক্রান্ত জন্য.!!



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]