ভূঞাপুরে দু’গ্রামের বিরোধের জেরে হামলা, আহত ৩

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১১:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১১:৪৩:২২ অপরাহ্ন




মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের
ভূঞাপুরে দুই গ্রামের বিরোধের জেরে হামলার ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। 
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার নিকরাইল ইনিয়য়নের ভারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের উত্তরপাড়ার রাসেল (২২), তার বাবা জাহিদুল ইসলাম (৪০) এবং তার দাদা জলিল (৫০)। তারা উপজেলা স্বাস্থ্যকমপেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর কয়েড়া ফজল পীর সাবের বাড়িতে বার্ষরিক ওরজ শরীফ অনুষ্ঠানে নিকরাইল ও কয়েড়া গ্রামের বেশ কয়েকজন যুবকদের সাথে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে দুই গ্রামের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। মঙ্গলবার সকালে কয়েড়া গ্রামের রাসেল, তার বাবা ও চাচাতো দাদা সিএনজিযোগে নিকরাইল বাজারে তাদের দোকানে যাচ্ছিল। এসময় নিকরাইলের ভারইপাড়া এলাকায় ফাহিম, জনি, তমাল, ফাহাদ ও নেহাল নামে আরো বেশ কয়েকজন দেশীয়অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে তিন জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।

আহত রাসেল বলেন, সিএনজিযোগে আমি দোকানের মালামাল কেনার জন্য টাঙ্গাইল যাচ্ছিলাম। সাথে আমার বাবা সহ দাদাও ছিলেন। নিকরাইলের ভারইপাড়া এলাকায় পৌঁছালে সিএনজি আটকে আমাদের উপর অর্তকিত হামলা করে তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]