কর্মবিরতীর কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেল যাত্রীদের দুর্ভোগ।

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৭:০৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৭:০৫:১৩ অপরাহ্ন



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রাহ্মণবাড়িযা রেল পথে সকল যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সকাল থেকেই যাত্রীরা রেলস্টেশন এসে ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন আবার অনেকেই বিকল্প পথ হিসেবে সড়ক পথকে বেছে নিচ্ছেন।

রেলস্টেশনে আসা বেশ কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই টিকেট কেটে ছিলেন তারা। গত মধ্যরাত থেকে কর্মবিরতি বিষয়টি জানতে না পেরে অনেকেই রেলস্টেশন এসে পুনরায় বাড়িতে চলে যাচ্ছেন। আবার অনেকেই জরুরী কাজে যাওয়ার জন্য বিকল্প হিসেবে সড়ক পথেই যাচ্ছেন। তবে অনলাইনে টিকেট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাত্রীদের দাবি দ্রæত এই সমস্যা সমাধান করে যাত্রীদের দুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ উদ্যোগ নিবে।

কর্মবিরতিতে থাকা রানিং স্টাফরা জানান, তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতী চলমান থাকবে। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন গুরুত্ব অঞ্চলে ৫/৬ হাজার যাত্রী যাতায়াত করে থাকে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]