রাজশাহী সুগারমিলে দুর্বৃত্তদের তান্ডব; আহত ২

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:৪২:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:৪২:২০ পূর্বাহ্ন




মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সুগারমিলে প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মারপিটে ২ জন আহত হয়েছেন। একই সময় তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে ৯টি কম্পিউটার ও পিন্টারসহ চেয়ার টেবিল ভাংচুর করে এবং ৯৪ হাজার টাকা লুটের অভিযো উঠেছে। সোমবার দুপুরে রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, সোমবার ১২টার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মন চিনি নিতে আসেন। এসময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো ২০ টাকা চাইলে তর্ক বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা কাটাখালি থানার শ্যামপুর গ্রামের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একটি দল এসে চিনিকলে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশম করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]