সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ উপহার বিতরণ

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:০৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৫:০৫:২০ অপরাহ্ন




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্র মনোরম পরিবেশে অবস্থিত স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার পরিচালিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের হাতে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নতুন স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে।  

এসময় শিক্ষার্থীদের অভিভাবক ও উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করার প্রত্যাশা করা হয়েছে। 

২৭ জানুয়ারী সোমবার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের পরিচালক এস এম কামরুল হাসান শান্ত। 

স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুর রহমান, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি স্বজন উপদেষ্টা হাজী মোঃ শাহ আলম, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি, স্বজন উপদেষ্টা এ বি এম মোরশেদ কামাল, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ শিহাব উদ্দিন, চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফরিদ মিয়া, সাতগাঁও মানব সেবা সংগঠনের সভাপতি নিয়াজ মোঃ আল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও যুবনেতা মোঃ হাবুল মিয়া, ফারুক মিয়া, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক হীরা আহমেদ জাকির, মোঃ কামরুল আলম সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ সানাউল হক, গোলাম কিবরিয়া, শিক্ষক রেখা আক্তার, ঐশী সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলো।

এসময় মরহুম আলী আকবর স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও নতুন বই, খাতা তুলে দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]