কোরআন শরিফ অবমাননার অভিযোগে টাঙ্গাইলে আটক ১

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫১:২৬ অপরাহ্ন




মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগে তাইজুল ইসলাম (২৫) কে আটক করেছে পুলিশ।আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে উপজেলার ভাতগ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকার বানেজ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তাইজুল ইসলাম তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে কোরআন শরিফের উপর বসে একটি ছবি পোস্ট করে এবং তার ০১৭৬৮-০৭০৮১৪ নম্বরে ইমু আইডির স্টোরিতে দেন তিনি। পরে স্থানীয়রা তাকে আটক করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে মির্জাপুর থানায় নিয়ে আসে। আজ সোমবার বিকেলে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সালাউদ্দিন আহমেদ বলেন, গতরাতে মির্জাপুর উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকা থেকে ফোন আসে এক যুবককে কোরআন শরিফ অবমাননার অভিযোগে আটক করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে আসে। মির্জাপুর থানায় সাইবার নিরাপত্তা আইনের ২০২৩/২৫/২৭/৩১/তথসহ প্যানেল কোডের ২৯৫ /২৯৫ ক ধারা (১৯নং মামলা) নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করেছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]