সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই : তাহসিন শারমিন তামান্না

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৯:১৪ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেছেন, আওয়ামীলীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা দেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারনে কারাগারে রেখেছিল, তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে দিন দিন নেত্রীর শারিরীক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। ফ্যাসিস্ট সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল। রাষ্ট্রক্ষমতাকে দখলে রাখতে আমাদের নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ আমাদের নেতাকর্মীদের গুম করেছিল। আমরা এখনো তাদের কোন সন্ধান পাইনি। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।

সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ফ্যাসিজম কায়েম করে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে।

গোয়াইনঘাট উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সভাপতি বেগম গুলবাহার।

গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমদ বাদশা ও আমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আওয়ামীলীগ দেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল। তারা নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আমাদের গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের এখনো খোঁজ পাইনি। আওয়ামীলীগ পালিয়ে গেলেও তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই অতিদ্রুত প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুরব্বি মজর আলী, মনোহর আলী, দৌলতুর রহমান, আপ্তাতাব আলী মেম্বার, আনা মিয়া, মতিউর রহমান, হায়দার চৌধুরী, শেফুল মিয়া, নরই মিয়া প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]