শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য - বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৪৫:০৯ অপরাহ্ন

 
বিশেষ প্রতিনিধি:
 
শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডেরসব কাজ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, এডহক কমিটি নিয়ে আর কিছু বলার কি আছে ? এডহক কমিটি ছয় মাসের। এ জেলা থেকে সবচেয়ে বেশী এডহক কমিটি গেছে। বোর্ডে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ছাত্র-শিক্ষকদের জন্য তাঁর কার্যালয় উন্মুক্ত থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বরিশাল মাধ্যমিক ও নিম্ন  মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আযিযী, বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠী কলেজ অধ্যক্ষ শিক্ষক নেতা মোঃ আলমগীর হোসেন সহ পিরোজপুর জেলার মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক সহ বিভিন্ন  পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের নিকট থেকে প্রশ্ন জানতে চাওয়া হয় এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী সকলের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের পেশাদারিত্ব নিয়ে আমরা খুশি,কিন্তু কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ না থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষকদেরকে তাদের সহযোগিদের সাথে মিশতে হবে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের সাথে বোর্ডের সম্পর্ক জোরদার করতে হবে, বোর্ডের কার্যক্রমের সম্প্রসারণ ঘটাতে। শিক্ষার মান উন্নয়নে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে।

বক্তারা এসময় বলেন,
এখানে যারা উপস্থিত আছেন তারা মানুষ বানানোর কারিগর। যারা পিরোজপুরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিয়েছেন। শিক্ষকের মর্যাদা অনেক বেশী বড়। একজন শিক্ষক যাকে তার ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সহ ওই অঞ্চলের সকল মানুষ ও বড় বড় নেতারা পর্যন্ত স্যার বলে সন্মোধন করেন। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]