ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৩:০৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৩:০৬:৩৫ অপরাহ্ন




মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিআরটিসি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে একজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহবুব তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৭টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হয় মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]