র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০২:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০২:৫০:১৯ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক

মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে অধিনায়ক র‌্যাব-১০ কর্তৃক ঢাকা মহানগরীসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস মহোদয় এর সুযোগ্য দিকনির্দেশনায় র‌্যাব প্রতিনিয়ত মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে জনসাধারণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতিক হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। গত কয়েকদিন ধরে রাজধানী ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এজন্য অসহায় দুস্থ শীতার্তদের কষ্ট নিবারনে অন্যান্য বছরের মত এই শীতেও ঢাকা মহানগরীসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ ২৩:০০ ঘটিকায় মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, লালবাগ, কোতোয়ালী এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন র‌্যাব-১০ ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম। শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। র‌্যাব ফোর্সেস জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কাজ অব্যহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ লুৎফুল হাদিসহ উক্ত ব্যাটালিয়নের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]