কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ ১০ সন্ত্রাসী আটক

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৫০:৩৮ অপরাহ্ন




বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র-সহ ১০ জনকে আটক করেছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে ২৬ জানুয়ারি রবিবার, দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে ২টি নাইন এম.এম পিস্তল, ২টি রাশিয়ান পিস্তল, ২টি রিভলবার, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম-দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনী।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১), নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২) এ্বং বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯)।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]