​বিজিবির হাতে ৮৯ লাখ টাকার মোবাইল ডিসপ্লে আটক।

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:১৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:২৮:২১ অপরাহ্ন





ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮৯,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে ৬০ (বিজিবি'র) সদস্যরা। কসবা কোম্পানী সদর দপ্তরের সদস্যরা এসব মোবাইল ডিসপ্লে জব্দ করেন। 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে কসবা কোম্পানী সদর দপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে  উপজেলার গংগানগর এলাকা থেকে ১৬২০ পিস ভারতীয় উন্নতমানের বিভিন্ন এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করে। যাহার বাজার মূল্য ৮৯,১০,০০০/- (ঊননব্বই লক্ষ দশ হাজার) টাকা। এইসব জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার জন্য প্রস্ততি চলছে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]