চট্টগ্রামে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যু

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৬:১৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৬:১৯:১৮ অপরাহ্ন



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের চন্দনাইশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মােহাম্মদ রোমান (২৫) নামে এক মােটরসাইকেল আরােহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন নামে আরও একজন। গতকাল শনিবার রাত ১১:৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রােমান ৮নং হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ গ্রামের আবদুস সবুরের ছেলে।

স্থানীয় গণমাধ্যমকর্মী আনােয়ার হোসেন আবির জানান, রােমান ও হেলাল উদ্দীন বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মােটরসাইকেল যােগে হাশিমপুরের দিকে যাচ্ছিল বলে জানায় স্থানীয়রা। পথিমধ্যে রওশনহাট এলাকায় পৌঁছলে সামনে থাকা বালুভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মােটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে রােমান ঘটনাস্থলে নিহত হয়। অপর আরােহী ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।

জানা যায়, নিহত রােমান মাত্র ৫ মাস আগে বিয়ে করেছে। আগে সিএনজি চালালেও গত ১৫ দিন আগে থেকে একটি মুরগির খামারে চাকরি নিয়েছিল সে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। আহত হেলালের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]