প্রয়োজনীয় সংস্কারের শেষে আগামীর নির্বাচন পিআর সিস্টেমেই হতে হবে -আতিকুর রহমান মুজাহিদ কেন্দ্রীয় সভাপতি

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন

 
ফেনী শহর প্রতিনিধি:
 
প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর সিষ্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, পিআর সিস্টেমে প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। প্রয়োজনে আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
 
আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার ৫ম জেলা যুব সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। 
 
জনাব আতিকুর রহমান মুজাহিদ আরও বলেন, মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, বাংলার যুব সমাজ দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব। সুন্দর দেশ গড়ার জন্য আবার জীবন দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

জেলা সভাপতি মুফতি সালাউদ্দিন আইয়ুবী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) একেএম আবদুজ্জাহের আরেফী।

আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা শেখ মিজানুর রহমান, প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, মাওলানা আজিজুল্লাহ বসিকপুরি, হাফেজ হিজবুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুল কাইয়ুম সোহাইল, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আলাউদ্দিন সাবেরী, ছাত্রনেতা মুহাম্মদ নাদের চৌধুরী প্রমুখ।
 
বন্ধু-প্রতিম যুব সংগঠন এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম, যুব অধিকার পরিষদ ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আনিস পারভেজ। সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এ সময় সভাপতি হিসেবে মাওলানা জাহিদ হাসান চৌধুরী, সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামিম ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি আতাউল্লাহ কবীর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]