অভিনব কায়দায় টাইলসের আড়ালে পাচারকালে ৫১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০২:৪১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৪:০৫:৪১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক


https://www.youtube.com/watch?v=S6MzXpvs94c&t=6s

 
অভিনব কায়দায় টাইলস এর আড়ালে পাচারকালে ৫১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গাজীপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১। আজ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ০৫.৪০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ হতে ০১(এক)টি ট্রাকযোগে (রেজি নং-ঢাকা মেট্টো ট-২২-১৪৯৮) গাঁজার একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসছে।

https://www.youtube.com/watch?v=a2byTOm3gD0

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন বড়বাড়ী হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় আজ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকায় আসামী ১। মোঃ রকি ইসলাম (৩৯), ২।মনির হোসেন (২৩)’কে গ্রেফতার করে তাদের দখল হইতে সর্বমোট ৫১(একান্ন) কেজি গাঁজা, ০১(এক)টি ট্রাক, ৬,১৭৪.৬২ বর্গফুট টাইলস সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।


https://www.facebook.com/BanglarAloNewsBD/videos/582763644649442/?__cft__[0]=AZWuA-GU8JGt6IGelH7HjZ7qGEcxkH6H9foqU7n2a3wiAvuFNGc5vqq72F1xOpUPHWqipiQ46pv7TlPY_zhldGMNlgwyAA96_QwYsvz5Hu78omQapytLm3LPOFgu4--NKx9CkRh3m-RHHVsXXaQyHTngHXPAx3y85JKszPEW6TpTJ9CAjFXy2RZ_0-uDSKBj7v-jUI2LFZYav9Bqh39hEd4F&__tn__=%2CO%2CP-R


 
সাক্ষীদের উপস্থিতিতে বর্ণিত জব্দকৃত গাঁজাসহ ধৃত আসামীদ্বয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্বজ্ঞানে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের জন্য বহন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামীদ্বয়’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর গাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]