বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
২৪ জানুয়ারি শুক্রবার রাতে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের সাথে বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি জাকারিয়া খান সৌরভ ও সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। বুড়িচং উপজেলার শ্রমিক উন্নয়ন ,আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। এ সকল বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে নেতৃবৃন্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫ সালের নববর্ষের প্রকাশনা ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন।