পটিয়ায় শিক্ষার্থী নিখোঁজ

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১০:৩০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১০:৩০:৩৬ অপরাহ্ন




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চটগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার রাসেল ৫দিন ধরে নিখোঁজ। সৌদি প্রবাসী মৃত আজম খানের ২য় পুত্র জুনায়েদ ইসলাম রাসেল (২৩)। তারা ২ভাই ১বোন। রাসেল পটিয়া সবুর রোডে টেলিকম প্রতিস্টানের রবি এস আর হিসাবে কর্মরত। প্রতিদিনের মত গত ২১জানুয়ারী মঙ্গলবার কর্মস্হলে যোগ দেন। সারাদিন দায়িত্ব পালন করে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্য বের হলেও আজো বাড়ি ফিরেনি। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। মা ভাই বোন আত্মীয় স্বজনদের কান্নায় এলাকায় বেদনাদায়ক পরিবেশ ভারী হয়ে উঠছে। তার বড় ভাই তারেকুল ইসলাম গত ২৩জানুয়ারী পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, আমার ছোট ভাই রাসেল অত্যন্ত সাদা সিদা সহজ সরল প্রকৃতির ছেলে। আমার জানামতে তার শত্রু থাকার কথা নয়।এই পর্যন্ত কেউ মুক্তিপণও দাবি করেনি। আমার চাচাত ভাই কাউসার ইসলাম হিরোকে কে বা কারা অনলাইন নং থেকে মোবাইলে বলেন আগামী শুক্রবারে তোর ভাইয়ের লাশ নিয়ে যাবি। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। রাসেল চট্টগ্রাম সিটি কলেজর ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি হয় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কেউ যদি তার সন্ধান পায় দেয়া মোবাইল নং যোগাযোগ করতে বলেন ০১৮৮৮-১৭৩৮৩০/০১৬৭৩৬২৫২২৩।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]