মো কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের প্রথমদিন পটুয়াখালীর রাঙ্গাবালীর নদী ও সাগর মোহনা থেকে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদী, বুড়াগৌরাঙ্গ নদী, সোনারচর ও বঙ্গোপসাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের সহযোগিতায় মৎস্য বিভাগ এ অভিযান চালায়।
উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, অভিযানকালে দেড় লাখ মিটার অবৈধ মশারী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল জব্দ করা হয়। আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের সেসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।