রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে "ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান" বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব কুষ্টিয়ার মিরপুর উপজেলার 'পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে খাজানগররের বিশিষ্ট ব্যাবসায়ীদের নিয়ে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোড়াদহ কলেজের ইসলাম স্টাডিজ বিভাগের অধ্যাপক ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোড়াদহ ইসলামি ব্যাংক পিএলসি ব্যবস্থাপক আব্দুছ সাত্তার ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এর বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন আইলচারা কলেজের প্রভাষক ও গ্রামীণ অটো ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক-পরিচালক ইমরান খাঁন।
এ বিষয়ে আরও আলোচনা করেন ইসলামি ব্যাংক, পোড়াদহ শাখার ব্যবস্থাপক আব্দুছ সাত্তার ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন পোড়াদহ লিলি জুয়েলার্সের মালিক জাকির হুসাইন, ইনসাফ টেকনলোজির পরিচালক হারুন, মায়ের দোয়া রাইচ মিলের মালিক হাজী আসাদুল ইসলাম, সালাম রাইচ মিলের সানোয়ার হোসেন,আফিয়া এগ্রো ফুডের পরিচালক নজরুল ইসলা, মহিদুল এন্টার প্রাইজ মালিক হাজী মহিদুল ইসলা, আকিব এন্টার প্রাইজ এর পরিচালক আতাউর রহমান আতা, কবির এগ্রো ফুডের পরিচালক কবির ব্যাপারী, জাহিদ এগ্রো ফুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ, নাসির গার্মেন্টস এর মালিক নাসির উদ্দিন তাজমহল রাইট মিলের পরিচালক মনির হোসেন, সেলিম ফামেসীর পরিচালক সেলিম রেজা, উম্মে সালমা টেডাস এর পরিচালক সাংবাদিক সামছুল হক রুবেল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পোড়াদহ ইউনিয়ন জামায়াতের আমীর বিশিষ্ট ব্যাবসায়ী বাবুল হোসেন, সেক্রেটারি নাজমুল হুসাইন।
উক্ত সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মিরপুর উপজেলা সভাপতি সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান।