স্টাফ রির্পোটার।। হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের সিড়ি বেয়ে দোতলায় উঠে ডান দিকে উপজেলা চেয়ারম্যানের অফিস পাশে একটি রাজকীয় অফিস চোঁখে পড়ে সেটা হল উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর কনক দেব মিঠু’র।
তার রাজকীয় অফিস দেখলে বুঝা যায় কোন প্রথম শ্রেণীর কর্মকর্তার অফিস। তার বেশ ভোষন তো প্রশাসনিক ক্যাডারের মত।
তিনি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়কাটা ও অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে তোলছেন মাসিক মসোহারা। সম্প্রতি কৃষি জমি থেকে ইটভাটার মালিকরা মাঠি নিতে তাকে ম্যানেজ করতে হয়েছে, মিঠু ম্যানেজ হলেই যেন সব ম্যানেজ।
সরকারী বিভিন্ন কাজ তিনি নিজের হাতে করছেন, ব্যবসা করছেন ইট বালু পাথরের। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের রংয়ের কাজ আসবাবপত্র কিনাসহ সবই করছেন নিজ হাতে। দরদাম নিজের মত করে ভাউচার বানিয়ে স্বাক্ষর নিচ্ছেন উর্ধ্বতন কর্মকর্তার।
ইউএনও কে ম্যানেজ করেই এগুলি করছেন মিঠু। তিনি মন মত টাকা না পেলে ইউএনও কে ম্যানেজ করে সেখানে পাঠিয়ে দেন ভ্রাম্যমান আদালত। মাঝে মাঝে তিনিও ভ্রাম্যমান আদালতের সাথে সেখানে উপস্থিত হন, তার পাওয়ার দেখান সেখানে! আসতে থাকে টাকা।
তিনি উপজেলা পরিষদের কম্পিউটার হয়ে কিভাবে কোন ক্ষমতায় ইউএনও অফিসের কাজ করেন এ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে দীর্ঘদিন ধরে চলছে তোলপাড়।
কে সেই মিঠু? বাহুবল উপজেলার দক্ষিণ বাহুবল গ্রামের যাত্রীবাহি বাসের হেলপার কমলেষ দেব এর ছেলে কনক দেব মিঠু ।
বাবার অনটনের সংসারের টানাপোড়েনে বাসের হেলাপার হিসেবে অতিকষ্টে সংসারের হাল ধরে রাখেন। কষ্ট করে পুত্রকে পড়ালেখা করান। এরই মাঝে আর্শিবাদপুষ্ট হন আব্দুল কাদির চৌধুরী। ২০১২ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর সময়ে উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর পদে নিয়োগলাভ করেন মিঠু।
মূলত: তার সুদৃষ্টিতেই নিয়োগপ্রাপ্ত হন কনক দেব মিঠু। এই কর্মজীবনের ১২বছরের মাথায় মিঠু হয়ে উঠেন কোটি কোটি টাকার মালিক।
এখন তার হয়েছে আলিশান বাড়ি, রুমে রয়েছে হাই প্রোফাইল এসি, বসতঘর সহ বাড়ির আঙ্গিনা পাকাকরণসহ মিলিয়ে দৃষ্টিনন্দন বাড়ি। রয়েছে নামে বেনামে সম্পত্তিও। তার চাকুরি রাজস্বভূক্ত না হলেও পরিষদ থেকে সর্বসাকুল্যে বেতন পান মাত্র ১৮ হাজার টাকা।
পরবর্তী সময়ে সুচতুর কনক দেব মিঠু নিজের আখের গোছাতে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তির আশির্বাদপুষ্ট হয়ে যান। ফলে তার হাতে মুঠোয় ধরা দেয় অর্থ নামক সোনার হরিণ।
জাইকা প্রজেক্টের নামে প্রশিক্ষনের টাকাও আত্নসাৎ করেছেন মিঠু। নাম না প্রকাশ করা শর্তে এক ব্যক্তি বলেন, মিঠু বলেন ইউএনও সাথে আমার ঘনিষ্ঠ সম্প্রক। আমার সাথে পরামর্শ করেই তিনি সকল কাজ সম্পাদন করেন। আপনার টিউবওয়েল বা সেচ নিরবাচনে সুযোগ আছে আমার কাছে।
গত বছরে সেচের লাইসেন্স নিতে ১৫ হাজার টাকা ঘুষ নেন মিঠু। পরে ভুক্তভোগী তাজুল ইসলাম নামে এক কৃষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে টাকা ফেরত দেন মিঠু! বিষয়টি নিমাংশ করে দেন বাহুবল উপজেলা পরিষদের উদ্যোক্তা আলামিন ও বিপ্লব দেব এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার সামনে টাকা ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের বিভিন্ন আর্থিক নির্ভর অনুষ্ঠানাদির পরিচালনার হাত থাকে মিঠুরই। এক্ষেত্রে স্বীকার করতেই হবে যে, মিঠুর রয়েছে কর্মকর্তাদের সুনজর অর্জনের বৃদ্ধিবৃত্তিক কৌশল।
উপজেলা প্রশাসনের অন্য একজন কর্মকর্তা জানান, আপনারা লিখেন, তদন্ত আসলে সব অফিসাররাই তার বিষয়ে মুখ খুলবেন। বর্তমানেও ইউএনও স্যারের কাছের লোক হিসেবে কাজ করছে সে। সারাদিন ইউএনও স্যারের সাথেই থাকে। মিডিয়ায় তারা মুখ খুলতে চাননি।
কনক দেব মিঠু এলাকার ছেলে হওয়ায় সকলের সাথেই রয়েছে তার সম্পর্ক, প্রভাবশালী লোকদের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে তাদের নিজের কব্জায় রেখেছে সে। তার মাধ্যমেই উপজেলা প্রশাসনের বড় কর্তারা অবৈধ সুবিধা ভোগ করেন।
বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, আমি থাকা কালীন সময়ে মিঠু আমার অফিসের লোক হলেও সে কাজ করে ইউএনও অফিসের, তাদের সাথে সে ভ্রাম্যমান আদালতেও যেত।
এ ব্যাপারে কম্পিউটার অপারেটর কনক দেব মিঠু ঐ প্রতিবেদক কে জানান, তার উপর আনা অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন বলেন, বিষয় টি আপনার কাছে থেকে জানলাম এব্যাপারে খোঁজ নিচ্ছি আর কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।