নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ১৫৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় অদ্য ইং ২৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমান দুপুর ১৩.৩০ ঘটিকার সময় র্যাব-১৩,সিপিসি-৩ (গাইবান্ধা), এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন মহেষপুর সাকিনস্থ নির্মানাধীন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশী করে ১৫৬ (একশত ছাপান্ন) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক কারবারী ১। মোঃ মোঃ আরিফুল আহোদ বাবু (৪২) পিতা- মোঃ শাহাদৎ হোসেন, সাং-ওপদাপাড়া, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা’কে আটক করেন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।