সিয়াম হত্যা মামলার অপর আসামী গ্রেফতার।

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৮:২৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৮:২৪:৩০ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক
 
র‍্যাব এর যৌথ অভিযানে ফেনী সদর থানা এলাকা হতে রংপুর জেলার গংগাচড়ার চাঞ্চল্যকর ক্লুলেস সিয়াম হত্যা মামলার অপর আসামী গ্রেফতার। ’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি এবং র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক যৌথ অভিযানে অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকায় ফেনী জেলার ফেনী সদর থানাধীন মধ্যম ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে (রংপুর জেলার গংগাচড়া থানার মামলা নং-৩৬ তারিখ ২৯ অক্টোবর ২০২৪ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০) ক্লুলেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ হাছেদুল ইসলাম ওরফে বাসু (৪৩), পিতা-মৃত আমিন উদ্দিন, সাং-উত্তর খলেয়া হাজীপাড়া, থানা-রংপুর সদর, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়। বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী ভিকটিম মোঃ সিয়াম (২৩) গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক রাত ০৯০০ ঘটিকা তার ব্যাবহৃত লাল রংয়ের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নের খলেয়া গুঞ্জিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২৮ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক সময় ০৭:৩০ ঘটিকার সময় গঙ্গাচড়া থানাধীন ০২ নং খলেয়া ইউনিয়নের ০১ নং লালচাদপুর নয়াপাড়া সাকিনের পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ প্রকল্পের সুইচ গেইট এর পূর্ব বাধেরপাড় সংলগ্ন জনৈক মোঃ লাভলু মিয়া (৫০) এর ইরি ধান ক্ষেতে ধারালো চাকু বা ছোরা দ্বারা শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে হত্যাকৃত অবস্থায় সিয়ামের লাশ পাওয়া যায়।

এ নিয়ে এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খলেয়া ইউনিয়নবাসী সিয়ামের হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে। উক্ত চাঞ্চল্যকর ঘটনাটি র‍্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প এর নজরে আসলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকল ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ বর্ণিত হত্যা মামলার প্রধান আসামী স্বাধীনকে গ্রেফতার করে।

উক্ত আসামীর জবানবন্দি অনুযায়ী জানা যায়, তার সঙ্গীয় আরও ০২ জন সহোযোগীর সহায়তায় সে এই হত্যা কান্ড ঘটায়। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী তার সঙ্গীয় আসামী মোঃ হাছেদুল ইসলাম ওরফে বাসু (৪৩) এর নাম উল্লেখ করে এর জের ধরে র‌্যাব-১৩ কর্তৃক বাসুর তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের সহায়তায় ফেনী জেলার ফেনী সদর থানাধীন মধ্যম ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ হাছেদুল ইসলাম ওরফে বাসু (৪৩), পিতা-মৃত আমিন উদ্দিন, সাং-উত্তর খলেয়া হাজীপাড়া, থানা-রংপুর সদর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]