রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ।

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১১:১১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১১:১২:৪৯ অপরাহ্ন
 
রাঙ্গাবালী প্রতিনিধিঃ
 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=KLGkp3Fwsd0
 
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের দোরগোড়ায় শীত বস্ত্র পৌছে দেয়া হয়। এছাড়াও ছিন্নমূল ভবঘুরে ও শারীরিক ভাবে অক্ষম মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির সদস্য সচিব জামিল আফতাব, কনভেনার সাব্বির মাহমুদ, সদস্য মো: রনি খান সহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।
 
এছাড়াও সার্বিক সহযোগিতা করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।
 
রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটির আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট জানান, সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যুব সমাজ কে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা, প্রতি বছরই রাঙ্গাবালী ইউথ সোসাইটির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র পৌঁছে দেওয়া হয় সংগঠনের সাধ্য অনুযায়ী ভবিষ্যতে ও এ কার্যক্রম চলমান থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]