১১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:০৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:০৭:১০ অপরাহ্ন



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দীর্ঘ ১১ মাসের বেশী সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

তবে গ্যাসের চাপ কম থাকার কারনে ঢিমেতালে চলছে উৎপাদন কাজ। মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

কারখানার সূত্র জানায়,
আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১শত টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারনে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর উৎপাদনে ফিরেছেন কারখানা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে জানান তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]