ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জনগনের আদালত খুব কঠিন আদালত, এই আদালতে যতোই শক্তি থাকুক, কোনো শক্তি টিকতে পারে না। বিএনপি সবসময় জনগনের আদালতে বিশ্বাসী, বিএনপি চায় জনগনকে সাথে নিয়ে জসগনের ভালোবাসা নিয়ে এদেশে রাজনীতি করতে চায় বলে জানান, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খারেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়ন বিএনপি তার ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় বোর্ড অফিস বাজার মাঠ প্রাঙ্গনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৯নং নাটাই দক্ষিন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীন উন বাছিরের পরিচালনায় সভায় বিএনপি নেতা হাজী মোঃ শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক মমিন. জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, অবিলম্বে দেশে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর করুন।