রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেহাবুর রহমান শেহাব।
খুলনা বিভাগের রেন্জ ডিআইজির আয়োজনে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে, খুলনা রেন্জ ডিআইজি রেজাউল হকের নিকট থেকে কুষ্টিয়ার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার গ্রহণ করলেন কুষ্টিয়ার মডেল থানার ওসি শেহাবুর রহমান শেহাব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে শেহাবুর রহমান শেহাব খুলনা বিভাগের ডিআইজি কাছ থেকে এর কাছ থেকে বিশেষ সম্মাননা পান।
গত বছরের ডিসেম্বর মাস ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধ প্রবণতা রোধ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ ভালো কাজের স্বীকৃতির জন্য কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার মডেল থানার।
এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেহাবুর রহমান শেহাব শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।