আব্দুল্লাহ আল ফাহাদ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মো: নূর হোসেন, সহ-সভাপতি মো: রেদুয়ান হক ও সাধারণ সম্পাদক হিসেবে মো: নাজমুস সাকিবকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নজরুল ইসলাম অডিটরিয়াম হল রুমে উপজেলা সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রাফি আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ মামুনুর রশিদ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, সাধারন সম্পাদক সফিউর রেজা মন্ডল, শ্রেমিক আন্দোলন দক্ষিণ জেলার সভাপতি মনিরুজ্জামান তরফদার, ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল শাখার সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান, ইসলামী যুব আন্দোলন ত্রিশালের সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ প্রমূখ।